Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৫:১৩

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ অন্তত আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা–ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. সেলিম শেখ (৪৫) বাসটির সুপারভাইজার। তিনি খুলনার লবণচরা এলাকার মোহাম্মদ নগরের মো. আইয়ুব আলী শেখের ছেলে।

গুরুতর আহত হয়েছেন বাসচালক মো. মুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জিএস ট্রাভেলসের বাস পালেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মো. সেলিম শেখ নিহত হন।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং একজন নিহত ও দুইজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর