Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

লোকাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯

আহত এনামকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেনাপোল: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) সকালে নিজ গ্রাম যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনামকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনাম সিদ্দিকি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করে, পরে বুকের ডান পাশে, বাম হাতের কব্জি ও কাঁধে ছুরিকাঘাত করে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে, তবে তিনি আশঙ্কামুক্ত।

ঘটনার খবর পেয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হাসপাতালে দলীয় নেতাকর্মীদের পাঠান এবং আহত নেতার চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর