Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনশক্তি রফতানিতে সাতক্ষীরায় মঙ্গোলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৩:০৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৩:০৭

সাতক্ষীরা: বাংলাদেশের জনশক্তি বিদেশে রফতানি করার প্রক্রিয়াকে আরও উন্নত করার লক্ষ্যে মঙ্গোলিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছে মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা শাখা।

শনিবার (৩ জানুয়ারি) মুনিয়া ওভারসিজের আয়োজনে পাটকেলঘাটা বাঁধন শপিং কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। শেখ আবুল কাশেমর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঙ্গোলিয়ার প্রতিনিধি সীমা ইসলাম, মুনিয়া ওভারসিজ সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক আবু রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী ও সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, ব্যবসায়ী ও পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, আমরা অদক্ষ মানুষকে দক্ষ করে গড়ে তুলে তারপর বিদেশ পাঠাই। আপনারা যারা বিদেশ যেতে চান, বিশেষ করে জাপান সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশে, তাদেরকে সেই দেশের ভাষা আগে শিখতে হবে। ভাষা না জানা থাকলে কাজ পেতে অনেক অসুবিধা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর