মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অধিক দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের লিচুতলা ও খালইস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
মনিটরিংয়ের সময় দেখা গেছে, এলপি গ্যাস সিলিন্ডার কেনার রশিদ সংরক্ষণ করা হচ্ছে না, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং বিক্রেতারা মূল্য তালিকা প্রদর্শন না করে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে।
এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের লিচুতলা এলাকার মা স্যানিটারি দোকানের মালিক মো. লুতফর রহমানকে পাঁচ হাজার টাকা, শহরের খালইস্ট এলাকায় মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাতকে পাঁচ হাজার টাকা এবং খালইস্ট এলাকায় আইআর স্যানিটারি দোকানের ম্যানেজার মো. আব্দুর রহমানকে পাঁচ হাজার টাকাসহ তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অধিদফতরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, সরকারের দেওয়া নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।