রাজবাড়ী: রাজবাড়ী জেলা শহরে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে দোকান থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে শহরের দুধবাজার এলাকায় সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগম ও পরিবারের সদস্যরা।
রোকেয়া বেগম (৪৬) রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত গোলাপ আলী প্রমাণিকের মেয়ে।
রোকেয়া বেগম অভিযোগ করেন বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকেই দুধ বাজারের পাশে মসজিদ সংলগ্ন মাত্র ৬২ লিঙ্ক খাস জমিতে আমার শশুর ব্যবসা করে আসছিলেন। এরপর আমার স্বামী সেখানে চা বিক্রি করত। পরে ছেলে সবজি বিক্রি করে আসছে।’
তিনি বলেন, ‘এখানে অনেকেই খাসজমি দখল করে ব্যবসা করছেন। আমরা এই জমি লিজ পেতে দীর্ঘ ৮ বছর জেলা প্রশাসকের কাছে আবেদনের চেষ্টা করছি। জেলা প্রশাসনের খাসজমিতে আমাদের দোকানসহ বেশ কয়েকটি দোকান রয়েছে। এই দোকান রাখতে হলে পৌরসভার বাজার পরিদর্শক মো. সহিদুজ্জামান আমাদের কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন। আমরা সেই টাকা দিতে ব্যর্থ হলে শহিদুল ইসলাম গত বছরের ১০ নভেম্বর আমাদের দোকান উচ্ছেদ করেন।’
তিনি আরও বলেন, ‘আমার দোকান উচ্ছেদ করে পেছনে কোটি টাকার মূল্যের জমির মালিককে সুবিধা দিতে পৌর কর্তৃপক্ষ কারসাজি করছেন।’ মানবিক দিক বিবেচনা করে খাসজমি বন্দোবস্তের দাবিও করেন নারী ব্যবসায়ী মোছা. রোকেয়া বেগম।
এ বিষয়ে পৌরসভার বাজার পরিদর্শক মো. সহিদুজ্জামান বলেন, ‘ওই জায়গা মূলত জেলা প্রশাসনের খাস খতিয়াতেন জায়গা। উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন। আমার বিরুদ্ধে টাকা দাবির বিষয়টি ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে রোকেয়া বেগমের স্বামী রোকন, ছেলে সাকিব মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।