পাবনা: পাবনাতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা হ্রাস ও উত্তরের হিমেল বাতাসের প্রভাবে সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। তবে ভোর থেকে ঘন কুয়াশা থকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কিছুটা কমেছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পাবনা ঈশরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, মৃদু শৈত্য প্রবাহ আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে। এই বছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে ঢাকার আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে সকাল পর্যন্ত দৃশ্যমানতা কমে যাচ্ছে।