চাঁপাইনবাবগঞ্জ: জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তারা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (৫ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের প্রতিদিনের ডায়রিয়াবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, অসুস্থদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আগেই রোগী ভর্তি ছিলেন ৬১ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং ছাড়পত্র দেওয়া হয়েছে ৬১ জনকে। ফলে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী।