Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া সীমান্তে ৫ লক্ষ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৫:৪০

মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।

রোববার(০৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, রোববার দুপুরে কুষ্টিয়ার প্রাগপুর এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের মো. হাবিল উদ্দিন (৩৮)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় চাদনী পাতার ৪ হাজার ২৮০ প্যাকেট বিড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া পৃথক অভিযানে ৯ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৯৭০ প্যাকেট ভারতীয় বিড়ি ও ২৩০ কেজি পেঁয়াজের ফুল জব্দ করা হয়েছে।

আটক আসামি এবং জব্দ করা পণ্য দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর