Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে: বদিউল আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩

সুজনের সংলাপে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

ময়মনসিংহ: এবারের নির্বাচন আগামীর গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার নিয়ে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। সদর-৪ আসনের প্রার্থীদের জন্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ সংলাপের আয়োজন করে ।

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে প্রশাসনকে অনেক দলীয়করণ করা হয়েছে, এখনো তা অব্যাহত রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে।’

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের মনোবল ভেঙ্গে গেছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনে আইনের দায়িত্ব নিশ্চিত করবেন।’

বিজ্ঞাপন

এ সময় ময়মনসিংহ জেলা-মহানগর সুজন সভাপতি মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন সদর-৪ আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জামায়াতের কামরুল ইসলাম এমরুল, সিপিবি’র অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, গণসংহতি আন্দোলন মোস্তাফিজুর রহমান রাজিব, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ইয়াজদানী কোরায়শি কাজল ও আলী ইউসুফ প্রমুখ।

এছাড়া উন্মুক্ত আলোচনায় টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আইএসও সনদ পেল বাংলালিংক
৬ জানুয়ারি ২০২৬ ২২:০৪

আরো

সম্পর্কিত খবর