Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ২২:১৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৬
কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মোহর চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মিরপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বর্তমানে মরদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর