নীলফামারী: সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) রাতে কামারপুকুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
বিএনপির নেতাকর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীদের একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তিই বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ আজ বিএনপির দিকে ঝুঁকছে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি।’
তিনি আরও জানান, ‘রাতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের চূড়ান্ত তালিকা হাতে পেলে সঠিক সংখ্যা নিশ্চিত করা যাবে। এদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন, আবার কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।’
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান বলেন, আমরা যাদের দলে নিয়েছি, তাদের অনেক বাছাই করেই নেয়া হয়েছে। বিশেষ করে যারা আমাদের ওপর কোনো প্রকার দমন পীড়ন বা নির্যাতন করেনি, বরং ভিন্ন দলের হয়েও সহাবস্থান ছিল এবং যাদের দলে নিলে ভালো হবে, তাদেরকেই প্রাথমিকভাবে স্বাগত জানানো হয়েছে। এখনও কোনো সদস্য পদ দেওয়া হয়নি।
কামারপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘এরা আওয়ামী লীগের দোসর। এরা আওয়ামী লীগের থাকবে। মনে প্রাণে তারা বিএনপিকে বিশ্বাস করবেনা। তারা খুন, গুম, লুটের মামলা থেকে বাঁচার জন্য বিএনপিতে যোগদান করেছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের হয়ে আমাদের উপর নির্যাতন করবে। এখন শুধু সাময়িক সুবিধা নেয়ার জন্য তারা বিএনপিতে আশ্রয় নিয়েছে। এতে বিএনপির কোনো লাভ হবেনা বরং ক্ষতিই হবে। এই যোগদানের বিষয়ে আমাকে জানানো হয়নি এবং অনুষ্ঠানে ডাকাও হয়নি। আমরা যারা এতদিন মামলা, হামলা, নির্যাতন সহ্য করে বিএনপিতে টিকে আছি তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না।’