Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

পটুয়াখালী: কুয়াকাটায় বসতঘর থেকে আরিফা আক্তার নামে এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী রিফাতকে আটক করেছে পুলিশ।

মহিপুর থানা পুলিশ জানায়, নিহত আরিফা আক্তার বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তিনি স্বামী রিফাতের সঙ্গে কুয়াকাটায় ছত্তার হাওলাদারের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রিফাত স্থানীয় একটি রেস্তরাঁয় শ্রমিক হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

নিহতের স্বামী রিফাত পুলিশকে জানিয়েছেন, তিন মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। এরপর থেকেই কুয়াকাটায় সেই ভাড়া বাসায় বসবাস করছেন তারা।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর