Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা হরিণ উদ্ধার, পুনরায় বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৩:০০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৭

সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা হরিণ উদ্ধার।

সাতক্ষীরা: সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী জানান, ভোরে একটি হরিণ আড়পাঙ্গাশিয়া এলাকায় ঘোরাফেরা করতে দেখে বন বিভাগকে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সিপিজি (কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ) সদস্যদের মাধ্যমে খবর পেয়ে হরিণটি উদ্ধার করা হয়। পরে মুন্সিগঞ্জ ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরবনে হরিণটি পুনরায় অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত তিন সপ্তাহে সুন্দরবন থেকে তিনটি হরিণ ও একটি বন্য শুকর লোকালয়ে চলে আসার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর