Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে উদ্বোধন হলেও শুরু হয়নি বাঁধের নির্মাণ কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৫:২৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধনের পর নির্ধারিত সময় পার হয়ে গেলেও শুরু হয়নি নির্মাণ কাজ। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করছেন অনেকেই।

স্থানীয় কৃষক, পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হাওরের ফসল রক্ষায় বাঁধের নির্মাণ কাজ ১৫ই ডিসেম্বর শুরু হয়ে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। যার প্রেক্ষিতে গত বছরের ১৫ই ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের সদরপুর ব্রিজের কাড়া বন্ধ করণ প্রকল্পের বাঁধের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ, সংস্কার কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। ঐ প্রকল্পের কাজ শুরু হলেও দেখার হাওর, খাই হাওর, কাঁচি ভাঙা হাওর, জামখলার হাওরের প্রকল্পে কোনো কাজ শুরু হয়নি। উদ্বোধনের পর থেকে ২০ দিন পেরিয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় এবং প্রতিবছর একই ধরনের দেরি হওয়ায় ক্ষুব্ধ ও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

বিজ্ঞাপন

চলতি বছর শান্তিগঞ্জ উপজেলার হাওড়গুলোতে মোট ৬৭টি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। বাস্তবায়ন কমিটির মাধ্যমে এসব হাওড়ে ১২.২ কোটি টাকা ব্যয়ে ৪৬.৭৫৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করার কথা ছিল। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) নির্বাচিত করা হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশ করতে পারেনি পাউবো ও উপজেলা প্রশাসন।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রায়হান আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের তদারকিতে আমরা বাঁধের প্রায় ৬০ ভাগ কাজ সম্পন্ন করেছি। তবে এখন পর্যন্ত প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়নি। কার্যাদেশ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দেব।

হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সাইদ বলেন, ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে গাফিলতি দুঃখজনক। এখনও কাজের আদেশ দিতে না পারার ব্যর্থতা ও দায়ভার পাউবো ও উপজেলা কমিটিকে নিতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান মোহান জানান, ফসল রক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে ৬৭টি কমিটির মধ্যে ৭ টি কমিটি এখনো চূড়ান্ত হয়নি।

কাজের আদেশ কেন দেওয় হয়নি জানতে চাইলে তিনি বলেন, কোনো পিআইসিকে এখনো চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয় নাই। ২/৩ দিনের মধ্যে কার্যাদেশ বুঝিয়ে দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, ৫০ টির মতো বাঁধের এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর