Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বিষয়ে ফেল, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে স্কুলে তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৫:২১

স্কুলের কক্ষে তালা দিয়েছে ওই শিক্ষার্থী।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থী চূরান্ত পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুল তালাবদ্ধ করে দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কাণ্ড ঘটায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাত বিষয়ে ফেল করা আরিফ স্কুলে গিয়ে তাকে এসএসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন।

এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান কতগুলো বিষয়ে ফেল করেছ। জবাবে আরিফ জানায় সাত বিষয়ে সে ফেল করেছে। পাশাপাশি এ সময় শিক্ষককের সঙ্গে অসাদাচারণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, ‘দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এসএসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এ জন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।‘

শিক্ষার্থী আরিফের বাবা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না।’

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে এখনো অবগত না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর