Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ৫৪ বছরে ক্ষমতায় থাকা সবাই দুর্নীতি করেছে: মাওলানা আব্দুস সাত্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৬:৫৮

নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

নীলফামারী: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, গত ৫৪ বছরে যাদের ক্ষমতায় দেখা গেছে, তারা সবাই যোগ্যতার সঙ্গেই দুর্নীতি করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করবে না এবং কাউকেও তা করতে দেবে না। প্রত্যেক আসনের উন্নয়ন বরাদ্দ শতভাগ জনগণের কল্যাণে ব্যয় হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ডোমারের আইডিয়াল একাডেমীর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ডোমার উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সোহেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম।

বিজ্ঞাপন

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আরও বলেন, ‘জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে পারেনি। তাই একবার সুযোগ দেওয়া দরকার, যেন দেখা যায় তারা দেশ পরিচালনায় কতটা সক্ষম।’

তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের দায়িত্ব রাষ্ট্র ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করা, কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে যাতে জাতি আর কোনোভাবে বিপর্যস্ত না হয়।’

মতবিনিময় সভায় ডিমলা ও ডোমার উপজেলার জামায়াতে ইসলামীর নেতারা, ডোমার প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর