নীলফামারী: জেলার শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার ডোমার উপজেলার বোগদাবুড়ি ইউনিয়নের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম। এসময় তিনি ২৫০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
প্রধান অতিথির লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি সব সময় দুর্যোগ মোকাবিলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আসছে। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষজন প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে। বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজিবি সদা সর্বদা সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের পাশাপাশি ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝেও ধারাবাহিকভাবে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, পিবিজিএমএস-এর জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।