রংপুর: দলীয় নেতাদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ করেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এক নেতা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পদত্যাগকারী ওই নেতার নাম মো. গোলাম রব্বানী। তিনি লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
জানা যায়, জনসম্মুখে দুধ দিয়ে গোসল করার পর গোলাম রব্বানী তার পদত্যাগের ঘোষণা দেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার দুর্নীতি ও অন্যান্য অনিয়মের অভিযোগ তুলেছেন। এতে স্থানীয়দের কটাক্ষ ও সমালোচনার শিকার হয়ে তিনি পরিবারের চাপেও পড়েছিলেন।
গোলাম রব্বানী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির কারণে স্থানীয়দের কাছে কটাক্ষের শিকার হচ্ছিলাম। পরিবারের কাছেও চাপে ছিলাম। এ কারণে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্য কোনো দলে যোগদানের প্রশ্নে তিনি আরও বলেন, ‘মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে, তাহলে সেখানে যোগ দেব।’
লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করলেও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’