পাবনা: পাবনার ভাঁড়ারায় কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে প্রতিনিয়ত গরু চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে এবং এই সমস্যার স্থায়ী প্রতিকার চেয়ে এলাকাবাসী রাস্তায় নামেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের কোলাদী বড় বটতলা, চারাবটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত কোলাদীবাসী ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘গত ৫ আগস্টের পরে এই দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের একশত-এর বেশি গরু চুরি হয়েছে। এ ছাড়াও ১০টি ছাগল চুরি হয়েছে। অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয় না। চোরদের বিষয়ে প্রমাণ থাকার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এলাকার প্রভাবশালী কিছু মহলের ইন্দ্রনে বাহির থেকে চোর নিয়ে এসে এসব অপকর্ম করছে।’
এ সময় উপস্থিত ছিলেন- আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাস্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।