রাজবাড়ী: রাজবাড়ীতে স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের বিনোদপুর সরকারি শিশু পরিবার সংলগ্ন স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্মাণ কাজের শুভ সূচনা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এর আগে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।