Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৮ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ২৯ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২২:৫০

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও আইন লঙ্ঘনকারী ৮টি ইটভাটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলায় ৪টি এবং মিরপুর উপজেলায় ৪টি মোট ৮টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় ভাটাগুলো উচ্ছেদ করা হয় বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।

এ অভিযানে নেতৃত্ব দেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি বলেন, ‘অবৈধ ইটভাটা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এ ধরনের বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশ সংরক্ষণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

বিজ্ঞাপন

অভিযানকালে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর