সিরাজগঞ্জ: দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর পিতৃভূমি বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, স্বদেশ প্রত্যাবর্তনের পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর তিনি রংপুরে যাবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আগামী ১১ জানুয়ারি দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পপার্ক এলাকায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। এ মাহফিলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, দোয়া মাহফিলে জেলার বিভিন্ন মাদাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এরইমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে, লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম সফর। তার আগমনকে ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।