Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৮ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৪:০৮

অভিজান থেকে জব্দ করা মোবাইল, ইয়াবা

কুমিল্লা: কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিশেষ অভিযানে ১৮ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার আসামি মো. স্বপন (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

অভিযানকালে গ্রেফতার হওয়া আসামির কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২৬ হাজার ১০০ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃত মো. স্বপন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের হাজী আয়াত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার পলাতক আসামি ছিলেন।

র‌্যাব জানায়, মাদক ব্যবসার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে তাদের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার
৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬

আরো

সম্পর্কিত খবর