টাঙ্গাইল: টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে মাত্র ২ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাদের দুইজনেরই মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
তারা হলেন – টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি ও টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮ টি আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। জমা দেন ৬৫ জন। এরপর যাচাই-বাছাই শেষে একাধিক কারণে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৩৭ জন।
টাঙ্গাইল-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি বলেন, দলীয় মনোনয়ন ফর্ম ও অঙ্গীকারনামার মূল কপি জমা না দিয়ে ভুলে ফটোকপি জমা দেন। ফলে আমার মনোনয়নপত্র আপাতত বাতিল হয়েছে। আমি ঢাকা নির্বাচন কমিশনে আপিল করেছি। সব প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে মনোনয়ন ফিরে পাব আশা করি। সবার কাছে দোয়া চাই।
টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার জানান, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে মিল না থাকায় আমার মনোনয়ন বাতিল হয়েছে। আইনিন নাহার তার মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।