Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৫:৩৯

বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মীরা।

ময়মনসিংহ: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল ও তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।

এতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়ময়নসিংহ-৪ সদর আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

স্মরণ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। নেতাকর্মীরা প্রয়াত বেগম খালেদা জিয়ার কৃতিত্বপূর্ণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

‘প্রেশার কুকার’-এ বুবলী
৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫০

আরো

সম্পর্কিত খবর