Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৮:০৭

গ্রেফতার হওয়া ডাকাতেরা

টাঙ্গাইল: নাগরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার সময় টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং রেজিস্ট্রেশনবিহীন একটি (টাটা ১০১০ সিআরএক্স) মডেলের ট্রাক জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত আনুমানিক ২টার সময় একটি ট্রাকে বেশ কিছু লোকজন দেখে টহলরত এসআই কামরুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকটি থামার সিগন্যাল দিলে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ডাকাত দলের দুই সদস্য জুয়েল ও তাহের কে গ্রেফতার করতে সক্ষম হলেও, বাকি অন্তত ১৫ জন ডাকাত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নাগরপুর থানার (অফিসার তদন্ত) আব্দুল কুদ্দুস জানায়, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নাগরপুর থানায় প্যানেল কোড দণ্ডবিধি ৩৯৯, ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত দুই ডাকাত সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চুরি, ডাকতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর