Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় যুবদলের দোয়া

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ২০:১৮

যুবদলের উদ্যোগে কোরআন খতম এবং দোয়া মাহফিল

বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বগুড়া শহর যুবদলের উদ্যোগে কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাদ যোহর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের আগে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার কর্মজীবনের ওপর আলোচনা করা হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘ইসলাম ও আলেম-সমাজের জন্য দরদী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন। আলেম সমাজের প্রতি যেমন দরদ করতেন। তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রসারেও তিনি কার্যকর ভূমিকা রেখেছেন।’

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সিনিয়র সাধারণ সম্পাদক আবু সাইদ মন্ডলসহ শহর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গাবতলী উপজেলার তেতুলগাছি জামিয়া রহমানিয়া মাদরাসার ৪০ জন শির্ক্ষাথীর অংশগ্রহণে কোরআন খতম করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুর রহিম।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর