পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীর সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।
আরও উপস্থিত ছিলেন- ১৮ বিজিবির উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদসহ বিজিবির বিভিন্ন পদস্থ সদস্যরা।
১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি আর্ত মানবতার সেবায় কাজ করছে। এই বাহিনীর ২৩০ বছর ইতিহাস ঐতিহ্য রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্ব পালন, জনকল্যাণমুলক কার্যক্রম, বিভিন্ন দূর্যোগময় মুহূর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এরই অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।