Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ০১:৩৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ১০:৪২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

কুমিল্লা: জেলার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে দড়ানীপাড়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহন-এর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দড়ানীপাড়া ইউটার্ন অতিক্রম করার সময় হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “দুর্ঘটনাটি আমার ফাঁড়ির সামনেই ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং প্রায় ৭ থেকে ৮ জন আহত হন।”

তিনি আরও জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর