চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর থানা এলাকায় পৃথক অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইন জব্দ ও দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার ( ৯ জানুয়ারি) দুপুরে এসব অভিযান পরিচালনা করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকারামপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার ছেলে তসিকুল ইসলাম (৫৫) এবং দিয়ার ধাইনগর গ্রামের মৃত কাওছার আলী মাস্টারের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি অভিযানিক দল সদর থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। শুক্রবার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামপুর গ্রামের দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় ব্যাটারিচালিত একটি ইজি বাইকে তল্লাশি চালিয়ে তসিকুল ইসলাম কে আটক করা হয়। পরে তার ইজি বাইকের সামনের বাম পাশের টুল বক্স থেকে ২৯৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, জব্দ করা হেরোইন গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামের মো. জসিম উদ্দিন (৪৫) এর কাছ থেকে কিনেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা দ্বিতীয় অভিযান পরিচালনা করে গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রামে। সেখানে মো. জসিম উদ্দিনের বসতবাড়ির ডাইনিং রুমের সঙ্গে সংযুক্ত বাথরুমের ফলস, ছাদের ওপর থেকে আরও ২০৯ গ্রাম বাদামি রঙের হেরোইন জব্দ করা হয়।
র্যাব জানায়, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা আলামতসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকসহ সব অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।