বগুড়া: জেলার শেরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩২জনকে গ্রেফতার করেছে পুলিশ
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুরু করে পরদিন শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
এসময় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত ৩২জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১জন, মাদক সংশ্লিষ্টতায় ৮জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১১জন, মাদক ব্যবসায়ী ২জন ও ফৌজদারি মামলায় ১জন রয়েছেন।
শেরপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন জানান, নির্বাচনের সময়ে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওইসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদেরকে শুক্রবার দুপুরের পর বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।