নীলফামারী: নীলফামারীর একটি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) জেলার নতুন বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৪ নম্বর কক্ষে আরশাদ নামে এক পরীক্ষার্থীকে নুর আলম সিদ্দিক নামের এক বহিরাগত শিক্ষক উত্তরপত্র সরবরাহ করেন। ওই সময় নুর আলমের কাছে একাধিক উত্তরপত্রের চিরকুট ছিল বলেও তারা দাবি করেন।
বিষয়টি কয়েকজন পরীক্ষার্থীর নজরে এলে তারা শিক্ষক, কেন্দ্র সচিব ও নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে যান।
অভিযোগ জানাতে যাওয়ার সময় কয়েকজন বহিরাগত কেন্দ্রের ভেতরে প্রবেশ করে পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়। পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হঠাৎ হামলায় কেন্দ্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পরীক্ষার্থী আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পরীক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া কীভাবে বহিরাগতরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারে। পাশাপাশি পুলিশের দায়িত্ব পালনে অবহেলা ছিল কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উত্তরপত্র সরবরাহের অভিযোগ স্বীকার করে অভিযুক্ত শিক্ষক নুর আলম সিদ্দিক জানান, কেন্দ্র সচিব হুমায়ুন কবিরের নির্দেশে তিনি ওই পরীক্ষার্থীকে উত্তরপত্র দিয়েছেন।
তবে অভিযোগটি অস্বীকার করেছেন কেন্দ্র সচিব হুমায়ুন কবির। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।