Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৫:০৮

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: রাতে টিনের ঘরে ঢুকে শিয়ালের কামড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জাহেরা বেগম ওই এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

নিহতের ছেলে আল মাহমুদ জানান, রাতে তার মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। অন্য কোনো আলামত পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর