Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রনি-নাসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৯:৪১

কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রনি- সাধারণ সম্পাদক নাসির।

কুমিল্লা: টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি পুনরায় সভাপতি এবং ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় তা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সর্বসম্মতভাবে নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে এখন টিভির মাসুদ আলম, দফতর সম্পাদক হিসেবে নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এশিয়ান টিভির রেজাউল করিম রাসেল নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।

সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনি, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।

এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর