Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ০০:০৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:০১

আহত মামুন হোসেন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মামুন হোসেন (৩৭) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মামুন হোসেন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মামুনের বোন সুমি খাতুন জানান, রাতের খাবার শেষে বাড়ির বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

বিজ্ঞাপন

নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, আহত মামুন হোসেন বিএনপিতে একজন সক্রিয় কর্মী।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর