নীলফামারী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকারে আল্লাহ যদি কবুল করেন, তাহলে নীলফামারীকে একটি ইকোনোমিক জোনে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী-০২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আল-ফারুক আব্দুল লতীফ বলেন, বিগত সরকারের আমলে জেলা প্রশাসনের বিভিন্ন সভা ও মিটিংয়ে জামায়াত তো বটেই, এমনকি বিএনপির নেতারাও অংশ নিতে পারতেন না। একটি অভ্যুত্থান সেই পুরোনো সিস্টেমে পরিবর্তন এনেছে। দীর্ঘ ১৭ বছর পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আশা প্রকাশ করেন, সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি আরও বলেন, নীলফামারীতে চিলাহাটি স্থলবন্দর থাকা সত্ত্বেও বছরের পর বছর সেটি কার্যত বন্ধ রয়েছে। নতুন শিল্পায়ন, কৃষি উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত সময়ে জেলার সার্বিক উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। রংপুর বিভাগের পশ্চিমে ঠাকুরগাঁও ও পঞ্চগড় এবং পূর্বে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা অবস্থিত। এসব জেলার বুক চিরে বয়ে গেছে পাঁচটি বড় নদী। নীলফামারীকে শিল্পাঞ্চলে রূপ দিতে হলে এই চার জেলার সঙ্গে মহাসড়ক ও রেলসড়কের সংযোগ জোরদার করতে নদীগুলোর ওপর বড় সেতু নির্মাণ জরুরি। এতে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং জেলার অর্থনৈতিক গতি বাড়বে।
লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশাসনের ওপর তাদের আস্থা রয়েছে এবং নির্বাচন একটি সুষ্ঠু ও সমান সুযোগের পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।
শহর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শহর আমীর অধ্যাপক মো. আনারুল ইসলাম, সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক নুর আলম, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, দপ্তর সম্পাদক এম আর চৌধুরী রাজু, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।