Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৩:৪৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

গাজীপুর: গাজীপুরে যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় বক্তারা, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

‎গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব শওকত সরকার, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজসহ মহানগর বিএনপি,(সদস্য সচিব) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদল নেতা আরিফুল আলম আবির ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎অনুষ্ঠান শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন