Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম খাদ্য গুদামে দুদকের অভিযান, ৫২১ টন ধান উধাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ২২:৪৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২২:৫২

কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১১ জানুয়ারি) জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্যগুদামের ৮ টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার।

দুদক সূত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাবদারুর ইসলাম জানায়, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাউন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। এছাড়াও খাবার অনুপোযোগী চালও পাওয়া গেছে বলেও জানান তিনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, এ বিষয়ে আমি আপাতত কিছু বলতে পারব না। দুদকের কর্মকর্তাদের তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলতে পারব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর