ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছ থেকে ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে। পারস্পরিক সম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায় করবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের নিজ বাসভবন তাঁতীপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। দেশে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ সব অর্জন বিএনপির হাত ধরেই এসেছে। অতীতেও বিএনপি সরকার পরিচালনা করেছে এবং ৩০ দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে ভবিষ্যতেও এসব অর্জন নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে ভালো কাজগুলো বিএনপির শাসনামলেই হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে নির্বাচন চলাকালে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্রিকেট ইস্যুতে মির্জা ফখরুল বলেন, তিনি একসময় ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্যও ছিলেন। বর্তমানে রাজনীতি করলেও ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িত। তিনি বলেন, নিঃসন্দেহে বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, যা দেশের জন্যও অপমানজনক। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত পোষণ করেন। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম বলেও মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অবশ্যই উত্তরবঙ্গে আসবেন। উত্তরবঙ্গই তার পিতৃভূমি এবং ঠাকুরগাঁওয়ে তার নানাবাড়ি রয়েছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।