Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় খাদ্যে ভেজাল থাকায় হোটেলে লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৯:০৮

হোটেল সান অ্যান্ড সি-তে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বগুড়া: খাবারে ভেজালের অভিযোগে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত হোটেল সান অ্যান্ড সি-তে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, অভিযানের সময় হোটেলটিতে খাদ্য পণ্যে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও সাল্টু ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, রান্না করা খাবারে ইঁদুরের বিচরণ এবং ফ্রিজে কাঁচা ও রান্না করা মাছ-মাংস একসঙ্গে সংরক্ষণের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড ধরা পড়ে।

বিজ্ঞাপন

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল সান অ্যান্ড সি-কে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোজ ও সাল্টু জব্দ করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর