Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নকল সিগারেট কারখানায় সিলগালা, ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৬:৪৩

বগুড়া: জেলার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী। সেইসঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত ২টা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত চলা অভিযানে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সরঞ্জাম জব্দ করা হয়। একইসঙ্গে ৫জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, শিবগঞ্জ উপজেলার খয়রাপুকুর এলাকায় নামহীন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরির মহোৎসব চলছিল। এমন সংবাদে সেখানে সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন ১৪টি ব্র্যান্ডের মোড়কে কাঠের গুঁড়া মিশ্রিত তামাক ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল। এসময় কারখানা থেকে ১৫ লাখ টাকার নকল ব্যান্ডরোল, ১০ লাখ টাকার ভুয়া মোড়ক, ১০ মণ ভেজাল তামাক এবং সিগারেট তৈরির প্রায় ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কারখানার মালিক শাহিনুর রহমান পালিয়ে গেলেও পাঁচজন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান শ্রমিকদের ২ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল, ভুয়া মোড়ক ও ভেজাল তামাক দিয়ে সিগারেট তৈরি করা হচ্ছিল। জব্দকৃত মালামাল ধ্বংস ও বাজেয়াপ্ত করা হবে।

বিজ্ঞাপন

সিইসি'র সঙ্গে বৈঠকে বিএনপি
১৩ জানুয়ারি ২০২৬ ১৮:৪২

আরো

সম্পর্কিত খবর