Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৩:৩৩

নিহত গোলাম আরাফাত।

ফরিদপুর: মধুখালীতে ট্রাকের চাপায় গোলাম আরাফাত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার নওপাড়া-বোয়ালমারী আঞ্চলিক সড়কে নওপাড়া মোড়ে প্রবেশ এর সময় সাব্বিরের ইট ভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আরাফাত মোটরসাইকেলে করে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরাফাত পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরি কারখানাতে চাকরি করতেন। তিনি ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর