ঠাকুরগাঁও: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেছেন, যখনই আমরা কোনো সমস্যা মনে করি তখন বলি এটা একটা ষড়যন্ত্র। না, আমাদের মানুষরাই দুর্নীতি, চাঁদাবাজি করছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ইএসডিওর প্রধান কার্যালয় জয়নাল আবেদীন মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট-বিআরআইডি আয়োজিত সেমিনারে তিনি এ সব কথা বলেন।
সেমিনারে তিনি বলেন, ইন্ডিয়া ষড়যন্ত্র করছে, পাকিস্তান ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে, নাহ। এই মুহূর্তে ইন্ডিয়া যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে,ইট ইজ নট পসিবল । এদেশের মানুষই সব নষ্ট করছে, আমাদের মানুষই তাদের নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন কাজ হতে দিচ্ছে না।
গবেষক ড. ফাহাম আব্দুস সালাম বলেন, আমাদের দেশে যে অস্থিরতা চলছে, সবাই যদি এই ধরনের চিন্তা করি তাহলে দেশটা চলবে কিভাবে ? তাই ট্রাইবলিজমে পরিণত হবে। সবার আগে যে জিনিসটা দরকার বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে তাদের একটা জিনিস মেনে নিতে হবে কমিড টু সিস্টেম। সিস্টেম সবারই দরকার । সিস্টেমেই পৃথিবীতে ফুয়ালেজ নয়, সমস্যাটা হচ্ছে কোথায় ?
এই সমাজ গবেষক আরও বলেন, আপনি কি সারাক্ষণ অভিযোগ করবেন, না ঠিক করবেন। আমি অভিযোগ করার পক্ষে না। আমি ঠিক করার পক্ষের মানুষ। আমাদের যে রাজেনৈতিক দলগুলো তাদের মধ্যে কমিটমেন্ট থাকা উচিত। ডেমোক্রেট সিস্টেমে কমিশন্ড করবে।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ গবেষক ড. সামারুহ্ মির্জা। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ডঃ মুহাম্মদ শহীদ উজ জ্জামান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ খয়রুল কবিরসহ ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক, সমাজসেবকসহ অনেকে।