Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার ৩ শিশুকে একটু দেখে রাইখেন: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৩

জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানান হামজা।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, ‘একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।’

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও নিন্দা শুরু হয়।

এদিকে শুক্রবার রাতেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সমালোচনার মুখে শনিবার (১৭ জানুয়ারি) সকালে আমির হামজা ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

এই ঘটনার প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে স্থানীয় একদল নারী ঝাড়ু মিছিল বের করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা আমির হামজার বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বলেন, ‘একজন মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর