Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর টিটিসির ২ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ছবি: সংগৃহীত

পিরোজপুর: পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আয়োজিত মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম।

সোমবার (১৯ জানুয়ারি) এক লিখিত প্রতিবাদলিপিতে এসব অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন তারা।

প্রতিবাদলিপিতে তারা জানান, তাদের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বিজ্ঞাপন

লিখিত প্রতিবাদে তারা উল্লেখ করেন, টিটিসিতে পরিচালিত প্রি-ডিপার্চার ট্রেনিং এবং তাকামল অ্যাসেসমেন্ট পরীক্ষার সকল কার্যক্রম সরকার নির্ধারিত বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করেই স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। এসব কার্যক্রমে কোনো ধরনের অর্থ লেনদেন বা অনৈতিক হস্তক্ষেপের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে তারা স্পষ্ট করেন।

তারা আরও বলেন, মানববন্ধনে যেভাবে কোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

প্রতিবাদলিপিতে অভিযুক্ত দুই শিক্ষক জানান, তারা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে মিথ্যা অভিযোগ ও মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, রোববার (১৮ জানুয়ারি) কিছু বহিরাগত ব্যক্তি টিটিসি প্রাঙ্গণের সামনে মানববন্ধন করে ওই অভিযোগ উত্থাপন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর