নরসিংদী: নরসিংদীর ৫টি আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচার। সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী পৌর শহরে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এসময় তিনি জানান, নির্বাচিত হলে নরসিংদীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ রাস্তাঘাটের উন্নয়ন ও মাদক সন্ত্রাস দূর করা হবে। ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনার পাশাপাশি জনগণেন পূর্ণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ইসলাম হলো, শান্তির ধর্ম, যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে।