Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বগুড়াবাসী তারেক রহমানকে বরণ করতে মুখিয়ে আছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৪:৩৪

ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপির নেতারা।

বগুড়া: বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছেন।

আগামী ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী তারেক রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রোববার (২৫) জানুয়ারি দুপুরে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেছেন।

রেজাউল করিম বাদশা আরও বলেন, ‘আগামী ২৮ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। তিনি বগুড়ায় এসে আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। এ উপলক্ষ্যে আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি এই জনসভাকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন।

মাঠ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মন্ডলির সদস্য অ্যাডভোকেট মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও জেলা কৃষক দলের সদস্যসচিব এনামুল হক সুমন প্রমুখ।র্

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর