Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ৩ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৬:০৩

খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও সিরাজুল ইসলাম সুজা।

ফরিদপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার(২৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত তিন নেতা হলেন, জেলার আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ থাকায় এবং তা প্রমাণ হওয়ায় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদবি থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

উক্ত সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উপজেলা বিএনপির সব পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই তিন নেতা দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ওই তিন নেতা বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর সমর্থক।

২৩ জানুয়ারি সন্ধ্যায় আলফাডাঙ্গায় তাদের একটি অফিসে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আরিফুর রহমান দোলনকে নিয়ে একটি নির্বাচনি বৈঠক করেন।

শামসুদ্দিন মিয়া ঝুনু ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ডকুমেন্ট ঠিক না থাকায় যাচাই-বাছাইয়ে বাতিল হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর