Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯ জানুয়ারি নওগাঁয় আসছেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৭

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নওগাঁ: সারাদেশে নির্বাচনি প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসাবে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৩টায় শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেবেন তিনি।

তারেক রহমানের নওগাঁয় আগমন উপলক্ষ্যে মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। পরে নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করা হয়।

পরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত বলেন, নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীতে যাবেন। তারপর নওগাঁ এবং শেষে বগুড়ার যাবেন। তার আগমন উপলক্ষ্যে নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। আশা করছি সমাবেশটি সফলভাবে সম্পন্ন হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম এবং জয়পুরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীরাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর