Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ১৮:২৬

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন।

এদিন বেলা ১২টায় সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

এ লক্ষ্যে রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের মতবিনিময় করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবেক জেলা সেক্রেটারি নুরুল হুদা, সাবেক ছাত্র নেতা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওমর ফারুক, অফিস সম্পাদক রুহুল আমিনসহ অন্যরা।

এসময় জেলা আমির বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অগ্নি সৈনিক ও মানবিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসবেন এবং জেলাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ’

বিজ্ঞাপন

সমাবেশ সফল এবং সার্থক করতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর